জকিগঞ্জে যুব জামায়াতের সেক্রেটারি আলী হোসেনের উপর হামলার নিন্দা জানিয়ে জামায়াতের বিবৃতি


জকিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আলী হোসেনের উপর আওয়ামী লীগ ও তার বিভিন্ন অংগ সংগঠন সহ নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘবদ্ধ ভাবে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দীন ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান।

রবিবার (৬ এপ্রিল) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতি নেতৃবৃন্দ বলেন,  বিগত বছর ০৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জকিগঞ্জ উপজেলা জামায়াত শত নির্যাতন নিপিড়ন কে পেছনে রেখে আগামীর সমৃদ্ধ জকিগঞ্জ গড়ার লক্ষ্যে সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেয় এবং যেকোনো ধরনের প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকে। কিন্তু স্বৈরাচারী হাসিনার পেটুয়া বাহিনীগুলোর সে অনুকম্পা পছন্দ হয়নি এবং তাদের পুরনো সন্ত্রাসী আচরণ চরিতার্থ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার অন্যতম সদস্য ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আলী হোসেন এর উপর হত্যার উদ্দেশ্যে তাদের অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয় জকিগঞ্জের মাটি। তাদের এই নেক্কারজনক কর্মকাণ্ড জকিগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি জকিগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ব্যার্থ হয়েছে তাই জকিগঞ্জে ছাত্রলীগ সহ পতিত স্বৈরাচারের সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের করে যথাযথ আইনগত প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনার অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ৮ টার সময় জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে আল আযকার কমিউনিটি সেন্টারের সামনে জকিগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আলী হোসেন এর উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ হামলা করে। এই ঘটনার প্রেক্ষিতে জকিগঞ্জ ও কালীগঞ্জে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজ বিকালে জকিগঞ্জে জামায়াতে ইসলামির ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন