ফিলিস্তিন ইস্যুতে জকিগঞ্জে যুবদলের বিক্ষোভ


জকিগঞ্জ প্রতিনিধি  ::
ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যা ও মানবাধিকার লঙন রোধে ও ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে জাতীয়তাবাদী যুবদল জকিগঞ্জ উপজেলার পক্ষ থেকে সোমবার বিকাল ৩ টার সময় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙন হতে শুরু হয়া বিক্ষোভ মিছিলটি জকিগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে এম এ হক চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক আহবায়ক রিপন আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ। উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুশ শাকুর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন।

জকিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হিফজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন খলাছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন মৎসজীবি দলের আহবায়ক জয়নুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন। উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুবেল আহমদ, উপজেলা যুবদল নেতা রাহিম হোসেন, যুবদল নেতা আল-আমিন, বীরশ্রী ইউনিয়ন যুবদল নেতা লিটন আহমদ, খলাছড়া ইউনিয়ন যুবদল নেতা আফজল হোসেন, আফজাল হোসেন (ঈদগাহবাজার), বাবলু আহমদ, বীরশ্রী ইউনিয়ন যুবদল নেতা জাবের আহমদ, ইফতেখার আহমদ, বাবুল আহমদ, পৌর ছাত্রদল নেতা রাসেদ আহমদ, আসিফ আহমদ, সাহেদ আহমদ, তানভির আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি ছাব্বির আহমদ, কলেজ ছাত্রদল নেতা লিমন আহমদ, বাসার আহমদ, তারেক আহমদ প্রমুখ।

সভায় বক্তারা ফিলিস্তিনের নাগরিকদের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তাদের বক্তব্যে উঠে আসে গাজার মুসলিম জনগণের প্রতি নির্যাতন ও গণহত্যার প্রতিবাদ। এসময় তারা স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে দেশে ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান করেন। এছাড়া তারা গাজাবাসীদের নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন