জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৭০-৮০ কেজি ওজনের একটি বিশাল বাঘাইড় মাছ। শনিবার বিকেলে উপজেলার খলাছড়া ইউনিয়নের ভূইয়ারমুরা এলাকার ডর নামক স্থানে এই মাছটি ধরা পড়ে।
স্থানীয় ভূইয়ারমুরা গ্রামের জেলে ইমরান মিয়ার জালে ধরা পড়া মাছটি দেখতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাছটির ওজন প্রায় ৭০ থেকে ৮০ কেজি। বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকারও বেশি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বৃহৎ আকারের এ ধরনের মাছ এখন কুশিয়ারা নদীতে খুব একটা দেখা যায় না, তাই মাছটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।