ক্রাউন সিমেন্টের জালিয়াতির বিরুদ্ধে মামলা করলেন সিলেটের এক আমেরিকা প্রবাসী


স্টাফ রিপোর্ট ::
এবার ক্রাউন সিমেন্টের বিরুদ্ধে ওজন জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছেন হাফিজুল ইসলাম চৌধুরী নামের সিলেটের এক বিনিয়োগকারী ও  আমেরিকা প্রবাসী। গত ১০ এপ্রিল সিলেট আদালতে নগরীর বিলপাড় লামাবাজার এলাকার বাসিন্দা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিল্ডিংয়ের কাজের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে প্রথম ধাপে ৩৮০০সিমেন্ট এবং দ্বিতীয় ধাপে ২০০০ সিমেন্ট মোট ৫৮০০ বস্তা ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে ক্রয় করেন হাফিজুল ইসলাম চৌধুরী।

দ্বিতীয় ধাপে সিমেন্ট কিনার পর উনার সন্দেহ জাগে সিমেন্টের ওজন কম আছে সাথে সাথে ওজন মেপে দেখি প্রতিটি ৫০ কেজির বস্তায় ১০০ থেকে ৩০০ গ্রাম সিমেন্ট কম। পরে তিনি তাৎক্ষণিক ক্রাউন্ড সিমেন্ট কোম্পানির সিলেটে জেলা দায়িত্বশীল সেলস ম্যানেজার আলমাস ও সিলেট রিজিওনাল হেড এমদাদকে বিষয়টি অবগত করেন।

সাথে সাথে দেখার জন্য বলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন। তিনি এসে মেপে দেখেন কোন কোন বস্তায় ৩৩০ গ্রামের থেকেও বেশি কম। তখন ক্রাউন্ট সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন হেড অফিসের সাথে যোগাযোগ করে তারা হাফিজুল ইসলাম চৌধুরীকে জানায় হেড অফিস থেকে লোক আসবে এটা সমাধান করার জন্য। পরের দিন হাফিজুল ইসলাম চৌধুরীর বাসায় কোম্পানির লোক আসেন এবং তারা ২০ প্রস্তাব সিমেন্ট দিবে বলে। কিন্তু বৃহত্তর সিলেটবাসীর স্বার্থে তিনি তাদের ২০বস্তা নিতে রাজি হননি।

হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের এত বড় একটা কোম্পানি হয়ে যদি ভোক্তাকে ওজনে কারচুপির মাধ্যমে প্রতারণা করে তখন বিদেশ থেকে ইনভেস্টাররা দেশে এসে ইনভেস্ট করতে ভয় পাবে।

আর যাতে ক্রাউন্ট সিমেন্টের কাছে দেশের মানুষ প্রতারিত না হয় এবং আমার ক্ষতিপূরণের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন