জকিগঞ্জ প্রতিনিধি ::
"বিশ্ব মুসলিম জাগে না, তাইতো জালিম ভাগে না। বিশ্ব মুসলিম জাগবে, জালিম সেদিন ভাগবে" স্লোগানে কাল (সোমবার) জকিগঞ্জের রাজপথে গণবিদারী আওয়াজ তুলবে জকিগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতা।
ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর চলমান জুলুম, বোমাবর্ষণ ও গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই নিষ্ঠরতা ও নৃশংসতার বিরুদ্ধে দায়িত্ববোধ থেকেই জকিগঞ্জে এই প্রতিবাদ মিছিলের আয়োজন।
বাদ আসর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন হতে জকিগঞ্জের সকল সচেতন সাধারণ জনগণ ও ছাত্রজনতা একত্রিত হবে এই ঐক্যবদ্ধ প্রতিবাদে মিছিলে। আয়োজকরা ফিলিস্তিনের পক্ষে একাত্মতা ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে বলেছেন, সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, সবাই নিজ নিজ দায়িত্ববোধ থেকে প্রতিবাদ মিছিলে শরিক হোন।