সিলেটের ওসমানী মেডিকেলে চিকিৎসকের লাথি মারার ঘটনায় তদন্ত কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক :
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. তন্ময় দেবনাথের রোগী ও তার স্বজনের সঙ্গে খারাপ আচরণের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

গতকাল (রবিবার) দুপুরে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে এক রোগী হাত ইশারায় ডাক দিলে চিকিৎসক ডা. তন্ময় দেবনাথ মেজাজ হারিয়ে রোগীর স্বজনের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি রোগীর স্বজনকে লাথি মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। তিনি আরও জানান, ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত চিকিৎসককে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. তন্ময় দেবনাথ সার্জারি ওয়ার্ডের আবাসিক চিকিৎসক। পাশাপাশি তিনি সিলেটের একাধিক বেসরকারি হাসপাতালে চেম্বার করেন। এর আগে তিনি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, কথাকাটাকাটির একপর্যায়ে মেজাজ হারিয়ে তিনি এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন