জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজারের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে হাজী আব্দুল আজিজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী বাসটি চারখাই বাজার অতিক্রম করার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে থাকা খাদে পড়ে যায়।
বাসে থাকা অধিকাংশ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন।