দখলদার ইসরায়েলে দাবানলের তাণ্ডব, ছড়িয়ে পড়ছে একাধিক শহরে


তীব্র গরম ও প্রবল বাতাসে ভয়াবহ দাবানলে জর্জরিত ইসরায়েলের বিস্তৃত অঞ্চল। মধ্য ইসরায়েলের মোশাভ তারুম থেকে শুরু হওয়া এই দাবানল এখন বেইত শেমেশসহ আশপাশের একাধিক শহরে ছড়িয়ে পড়েছে। আগুনের ভয়াবহতায় জনপদ খালি করে ফেলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, বন্ধ হয়ে গেছে জেরুজালেমগামী অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক রুট ৩৮।

দাবানলের কেন্দ্রস্থলে আতঙ্ক ও অচলাবস্থা

টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, দাবানলের কারণে বেইত শেমেশ, এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেরুজালেমে যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে পুলিশ, সাধারণ জনগণকে সতর্ক করে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

নিয়ন্ত্রণে হিমশিম দমকল বাহিনী

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে রাতভর কাজ করছে শতাধিক ফায়ার সার্ভিস টিম। পরিস্থিতি মোকাবেলায় ছয়টি অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আগুন নেভানোর সময় তিনজন ফায়ারফাইটার এবং একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া আরও সাতজন ফায়ারফাইটার ও দুজন বেসামরিক নাগরিক সামান্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সরকারি পর্যবেক্ষণে জরুরি অবস্থা

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি অগ্নিনির্বাপণ কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিস্থিতি মূল্যায়নে অংশ নিয়েছেন পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। ঘটনাস্থলের অবস্থা এতটাই গুরুতর যে, যুক্তরাষ্ট্র থেকেও ফোনে যুক্ত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্টরা।

তীব্র গরম ও বাতাস দাবানলের মূল কারণ

ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, চলমান তীব্র তাপপ্রবাহ ও শক্তিশালী বাতাস এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ার মূল কারণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে জরুরি সেবা বিভাগ, তবে দাবানলের ব্যাপকতা এখনো অনেক জায়গায় নিয়ন্ত্রণের বাইরে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন