ফিলিস্তিনের গাযায় গণহত্যার প্রতিবাদে জকিগঞ্জে ছাত্রদের বিক্ষোভ

জকিগঞ্জ প্রতিনিধি  :: 
ফিলিস্তিনের গাযায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জোহরের নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গন থেকে শুরু হওয়া মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এম.এ. হক চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।

মাদ্রাসার প্রভাষক মাওলানা ছাদিকুর রহমান খাদিমানীর সভাপতিত্বে ও মাওলানা ময়নুল হকের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সিলেট জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল-মনজুর, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক খলীলুর রহমান ছাব্বির, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি সুফিয়ান আহমদ ও জিএস তাহমিদ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, গাযায় প্রতিদিনের হামলা ও মানবাধিকার লঙ্ঘন মানবতার জন্য হুমকি। অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে তারা গাযাকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান ও এতিমখানা হিসেবে উল্লেখ করেন এবং এই নিষ্ঠুরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

বিক্ষোভ ও সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন