দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার আলোচিত নাঈম হত্যার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন পরিবারের সদস্যরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর গ্রামে নাঈমের বাড়িতে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত নাঈমের মা আমেনা বেগম, অন্তঃস্বত্তা স্ত্রী লাভনী আক্তার, ফকির মিয়া, রজব আলী, সুরুজ মিয়া, শাহীন মিয়া, আব্দুশ শহীদ, মো. ফারুক মিয়া, জহুর আলী মিয়া, ফেরা মিয়া, রাজু মিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে শালিস-বিচার অমান্য করে নীরিহ নাঈমকে নৃশংসভাবে হত্যা করে ঘাতক মইন উদ্দিন, আলেক নূর, কাওছার, সাইফুর রহমান, আলী নুর ও আলফাজ । কথা কাটাকাটির এক পর্যায়ে নাঈম ও তার ভাইদের প্রানে মারার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটায় তারা। এ সময় আরো বেশ কয়েকজন মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। প্রশাসনের কাছে আমরা এ হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু বিচার চাই। দ্রুততম সময়ের মধ্যে নাঈম হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।