জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জে আলোচিত রেস্তোরাঁ শ্রমিক রুবেল হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর রাতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হান্নানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল হান্নান (৪৫) জকিগঞ্জ পৌর এলাকার পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আব্দুল হান্নানকে থানায় নিয়ে আসা হচ্ছে। হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটনে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ রাত সাড়ে ১১ টার দিকে জকিগঞ্জ বাজারের শফিক রেস্টুরেন্টের কর্মচারী রুবেল আহমদকে তার পূর্ব পরিচিত পশ্চিম বিলেরবন্দ গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে ট্রলিচালক আব্দুল হান্নান ও পূর্ব মাইজকান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোরগ ব্যবসায়ী শান্ত আহমদ রুবেলকে ডেকে নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শান্ত আহমদের নির্দেশে ট্রলি চালক আব্দুল হান্নান ধারালো ছুরি দিয়ে রুবেলের পেটের নিচে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে রুবেল পথচারীদের সহযোগিতায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রোস্তোরা শ্রমিক রুবেলের শরীরে কয়েকটি অপারেশন শেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মৃত্যু বরণ করে।
পুলিশ তাৎক্ষণিক শান্তকে গ্রেফতার করে। অবশেষে হান্নানকেও গ্রেফতার করায় এলাকাবাসী ও রুবেলের পরিবার স্বস্থি প্রকাশ করেছে।