আন্দুরমুখে রাস্তা ও খালে প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা : বন্দোবস্ত বাতিলের আবেদন


কানাইঘাটে বিত্তশালীকে ভূমিহীন দেখিয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তা ও পানি নিষ্কাশনের খালের জায়গা বন্দোবস্ত নেন উপজেলার ভাটিবারাপৈত গ্রামের বাসিন্দা ও কানাইঘাট বাজারের ব্যবসায়ী মাহমুদ হোসেন। যতেষ্ট সম্পত্তির অধিকারী হওয়া স্বত্ত্বেও নিজের স্ত্রীকে ভূমিহীন দেখিয়ে মানুষ চলাচলের জনগুরুত্বপূর্ণ রাস্তা ও পানি নিষ্কাশনের খালের দাগে বন্দোবস্ত নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আশংকায় বন্দোবস্ত বাতিলের দাবীতে এলাকাবাসীর পক্ষে ভাটিবারাপৈত গ্রামের মৃত ইয়াছিন আলী চৌধুরীর ছেলে আকমল হোসেন রানা চৌধুরী মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন।

আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন, ভাটিবারাপৈত গ্রামের বাসিন্দা ও কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাহমুদ হোসেন তার ২য় স্ত্রী রশনা বেগমকে ভূমিহীন সাজিয়ে খাস জমি প্রতারণামূলক ভাবে তথ্য গোপন পূর্বক বন্দোবস্ত গ্রহন করেন। এই দাগের উপর দিয়ে দোয়ারীমাটি হইতে আব্দুরমুখ বাজার পর্যন্ত রাস্তার অবস্থান। এছাড়া ভবানীপুর-খুলুরমাটি-ভাটিবারাপৈত মৌজার পানি নিষ্কাশনের একমাত্র খাল। অত্র দাগের উপর দিয়ে আন্দু নদীতে পতিত হয়েছে। বিধায় দাগের জমি সরকারী রাস্তা ও বর্ণিত খালের অবস্থান হেতু অত্যান্ত জনগুরুত্বপূর্ণ। যেকোনো মুহর্তে উক্ত ব্যক্তি তার মালিকানার অজুহাতে রাস্তা ও খালের উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ফলে রাস্তা দিয়ে যান চলাচল ও খাল দিয়ে পানি নিকাশ বাধা গ্রন্থ হলে এলাকা বিপর্যস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

এলাকাবাসী উল্লেখ করেন, উক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী ও ভূমিখেকু প্রকৃতির লোক। তাই এলাকাবাসীর স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা, রক্ষার্থে সেচ্ছাপ্রণোদিত ভাবে বন্দোবস্ত বাতিলের আবেদন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন