জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) ভোররাত ১ টা৩০ মিনিটের সময় জকিগঞ্জ থানা পুলিশের একটি দল কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাজার এলাকা হতে চারিগ্রামের মৃত সুয়েব আলীর ছেলে মাদক ব্যবসায়ী শামীম আহমদ (২৯) এর মালকানাধীন মুরগীর খামার হতে ১১০ বোতল বিদেশী মদ ( Officer's Choice PRESTIGE WHISKY) উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্বারকৃত মাদকের মূল্য অনুমান ৫৫ হাজার টাকা। আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।