জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


জকিগঞ্জ প্রতিনিধি  ::
জকিগঞ্জে পানিতে ডুবে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯ টার দিকে জকিগঞ্জের হাড়িকান্দি গ্রামের সালমান আহমদের বাড়ীতে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর চাচা শাহজাহান আহমদ জানান, শিশুটির মা ও ঘরের অন্যান্য লোকজন সকালের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ছেলের মৃত্যুতে মা-বাবা এবং আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন