সিলেটে বিক্ষোভে সহিংসতা, কেএফসি-বাটা লুট, আটক ১০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে সিলেট নগরীতেও রবিবার (৭ এপ্রিল) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তবে মিছিল চলাকালে কিছু অংশগ্রহণকারী নগরীর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সোমবার (৮ এপ্রিল) গভীর রাত পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, “ফিলিস্তিনে চলমান বর্বরোচিত হামলার বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিবাদ জানিয়েছেন। তবে সেই আন্দোলনের সুযোগ নিয়ে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নগরীর কেএফসি, বাটা, ইউনিমার্টসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার মো. রাজন, হাছানগরের বাসিন্দা ও বর্তমানে কাজিটুলায় বসবাসরত মো. ইমন এবং দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব।”

বাকি সাতজনের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। ওসি জিয়াউল হক জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে এবং গ্রেপ্তারে পুলিশের টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নগরজুড়ে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন