রবি সিমে এমবি, মিনিট, ব্যালেন্স চেকের সকল কোড

রবি সিমে এমবি, মিনিট, ব্যালেন্স চেকের সকল কোডের সম্পূর্ণ তালিকা

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। স্বল্প খরচে কথা বলার সুবিধা ও আকর্ষণীয় অফার দেওয়ার পাশাপাশি দেশজুড়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে প্রতিনিয়ত নতুন গ্রাহককে আকৃষ্ট করছে প্রতিষ্ঠানটি।

তবে নতুন রবি গ্রাহকরা অনেক সময় সিম ব্যবহারের প্রাথমিক বিষয়গুলো যেমন—ব্যালেন্স, ডেটা (এমবি), মিনিট কিংবা নিজের নাম্বার চেকের কোড জানেন না, যার ফলে নানা সময় বিড়ম্বনার সম্মুখীন হন।

এই প্রয়োজনীয় তথ্য সহজে যেন সবার কাছে পৌঁছায়, তাই নিচে তুলে ধরা হলো রবির গুরুত্বপূর্ণ ইউএসএসডি কোডসমূহ:

রবির প্রয়োজনীয় কোডের তালিকা:

সেবা কোড
ব্যালেন্স চেক *222#
ইমারজেন্সি ব্যালেন্স (ধার) *123*007#
নিজের নাম্বার জানুন *2#
মিনিট ব্যালেন্স চেক *222*3#
ইন্টারনেট ব্যালেন্স (MB) *8444*88# অথবা *3#
এসএমএস ব্যালেন্স *222*3#
রবি সার্ভিস মেনু *123#
কল ওয়েটিং চালু *43#
কল ওয়েটিং বন্ধ #43#

রবির যেকোনো সেবা বিষয়ে সরাসরি সহায়তা পেতে ১২১ নম্বরে কল করা যাবে। এছাড়া আরো যেকোনো অফার কিংবা সেবা সংক্রান্ত তথ্য পেতে ভিজিট করুন 


বিশেষজ্ঞরা মনে করছেন, মোবাইল অপারেটরদের এসব ইউএসএসডি কোড জানা থাকলে দৈনন্দিন ব্যবহারে সময় ও সমস্যার হাত থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন