সিলেট নগরীর দক্ষিণ সুরমায় এলাকায় সুরমা তীরে অবস্থিত ‘জননেত্রী শেখ হাসিনা শিশুপার্ক’-এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। সরকারী সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এটি ‘এম সাইফুর রহমান শিশুপার্ক’ নামে পরিচিত হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের আওতায় থাকা এই পার্কটির নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পার্কটি ২০২১ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়। প্রায় ৩.৭৭ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এ বিনোদনকেন্দ্রের নির্মাণ ব্যয় ছিল ২৬.৮৮ কোটি টাকা। শিশুদের বিনোদনের জন্য আধুনিক নানা সুযোগ-সুবিধা থাকায় এটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে।