বিশ্বনাথ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথের অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু করেছে রেসকিউ লাইফ ফাউন্ডেশন। শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় শুক্রবার (২৮ মার্চ) রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষার, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাহিদ আহমদ সুয়েব এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক খলিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান, অর্থ সম্পাদক অমিত কুমার পাল, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. আল-আমিন, প্রিন্ট মিডিয়া বিষয়ক সম্পাদক আল হাদী, নির্বাহী সদস্য রাজুল ইসলাম ও রকিব আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের উদ্যোগের প্রশংসা করেন।