সাম্প্রতিক সময়ে বিশ্বনাথে মোবাইল সাংবাদিকতার অপব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তিনটি সাংবাদিক সংগঠন—বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। সংগঠনগুলোর পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন ও তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ ও সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন ও নবীন সুহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান এবং সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষর করেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, বিশ্বনাথে কিছু ব্যক্তি ফেসবুক লাইভের মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিচ্ছেন, যা কেবল ব্যক্তি বা পরিবারকে নয়, পুরো এলাকার সুনামকেও ক্ষুণ্ণ করছে। এ ধরনের কর্মকাণ্ড জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্কের সৃষ্টি করছে।
তারা আরও বলেন, এ ধরণের অপসাংবাদিকতা রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বয়কট করা এবং সামাজিক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখার আহ্বান জানান সাংবাদিক সংগঠনের নেতারা।
বিশ্বনাথের সাংবাদিক সংগঠনগুলো মোবাইল সাংবাদিকতার অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।