সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হামলা: বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক গ্রেপ্তার


সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) ভোরে সদর উপজেলার আউশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত কনভেনশন হলে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এতে মাহবুবুর রহমান শান্ত নামে এক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়, যেখানে ৫ জনের নামোল্লেখসহ ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় আহত মাহবুবুর রহমান শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্তের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে মামলার এজাহারের ৩ নম্বর আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি । এ ঘটনায় আরও কয়েকজন আসামি রয়েছে, যাদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

নবীনতর পূর্বতন