রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন হলেন সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামের তাহমিনা বেগম মিনু (৫৫)।
শনিবার ভোরে গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ গাঙোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, তাহমিনা মৌলভীবাজার থেকে রাজশাহীতে এসেছিলেন হেরোইন সংগ্রহ করতে। স্থানীয় নাজমা বেগম (৫৩) তাঁর কাছে হেরোইনের চালান হস্তান্তর করছিলেন। ঠিক তখনই পুলিশ তাঁদের ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে।
পুলিশ জানায়, জব্দ করা হেরোইনের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, "তাহমিনা ও নাজমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।"