গোলাপগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর


সিলেটের গোলাপগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার হেতিমগঞ্জের রফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মামুন আহমদ (২৭)। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিংপুর পাঁচমাইল গ্রামের মাহবুবুর রহমান টেফন মিয়ার ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মামুন আহমদ বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে হেতিমগঞ্জ বাজারের উদ্দেশে বের হন। পথিমধ্যে রফিপুর এলাকার নয়া মসজিদের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা মো. মুহিত।

নবীনতর পূর্বতন