সারা দেশের মতো সিলেটেও ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে। এবারের রমজান যদি ২৯ দিনে শেষ হয়, তবে ঈদ হবে ৩১ মার্চ, আর ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপিত হবে ১ এপ্রিল। তবে ঈদের সময় সিলেটের আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সিলেটে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ঈদের দিনও আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। বর্ধিত আবহাওয়া পূর্বাভাস অনুসারে, ৩ এপ্রিল পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যা ঈদ উদযাপনের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করবে।
তবে আবহাওয়া কিছুটা গরম থাকতে পারে। মার্চের শুরুতে সিলেটে কয়েক দফা বৃষ্টি হলেও, সম্প্রতি তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। আবহাওয়াবিদদের মতে, ঈদের সময় তাপমাত্রা এখনকার তুলনায় আরও একটু বাড়তে পারে, তবে এটি তীব্র গরমে পরিণত হওয়ার আশঙ্কা নেই।
তাই যারা ঈদের দিনে বাইরে ঘুরতে বা আত্মীয়-স্বজনদের বাড়ি যেতে চান, তারা নির্ভয়ে পরিকল্পনা করতে পারেন। তবে গরমের কথা মাথায় রেখে হালকা পোশাক পরা ও পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।