সিলেটে হকারদের কাছে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মাধবকে বহিস্কার


সিলেট শহরের জিন্দাবাজার এলাকায় হকারদের আন্দোলনের পর মাত্র দুই ঘণ্টার মধ্যে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মাধবকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বহিস্কার করা হয়।

হকারদের অভিযোগ, মাধব সম্প্রতি তাদের কাছে চাঁদা দাবি করেছেন এবং চাঁদা না দেয়ায় দুই হকারকে অপহরণ করে তুলে নেয়া হয়। এই অভিযোগে ক্ষুব্ধ হকাররা সড়ক অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানান। শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে প্রায় অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করে রাখেন, তারা মুক্তি দাবি করেন এবং মাধবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ঘটনায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন এবং বলেন, "যদি কেউ চাঁদাবাজী করে থাকে, তবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে এবং যুবদল থেকে তাকে বহিস্কার করা হবে।" এর দুই ঘণ্টার মধ্যেই মাধবকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাধবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রাথমিক সদস্য পদসহ বহিস্কার করা হয়েছে। দলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এছাড়া যুবদলের সকল নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে, তারা মাধবের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক রাখবেন না। বহিস্কার হওয়া মাধবের বিরুদ্ধে কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না, বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নবীনতর পূর্বতন