সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ঈদ আগামীকাল


অবশেষে ২০২৫ সালের ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ সৌদি আরবে দেখা গেছে, যার ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল, ৩০ মার্চ রোববার। এই খবরটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৯টা ১৪ মিনিট) সৌদি আরবের সুপ্রিম কোর্টের চাঁদ দেখার কমিটি নিশ্চিত করেছে। এ খবরটি শেয়ার করেছে মক্কা ও মদিনার নিয়মিত আপডেট প্রদানকারী ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজ।

সৌদি আরবের সবচেয়ে বড় দুইটি চাঁদ দেখার কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখতে একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করা হয়। সৌদি জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানিয়েছেন, ২৯ মার্চ সূর্যাস্তের ৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে। এ সময় আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা সম্ভব, এবং ঠিক এমনটাই ঘটেছে। তিনি আরও বলেছেন, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা আশা করছিলাম, এবং চাঁদ দেখা গেছে।

এদিকে, সৌদি আরবের প্রতিবেশী দেশ ওমান এবং অন্যান্য কিছু দেশে ঈদুল ফিতর উদযাপন হবে সোমবার, ১ এপ্রিল। কারণ এসব দেশে চাঁদ দেখা যাবে না ৩০ মার্চ, এবং তারা ৩০ রোজা পূর্ণ করবে। এদিকে বাংলাদেশ এবং ভারতের মতো দেশগুলোও ঈদ উদযাপন করবে সোমবার, ১ এপ্রিল।

সম্প্রতি, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। তাদের দাবি ছিল, ওইদিন চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে। তবে সৌদি আরবের বিশেষজ্ঞদের পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়, এবং তাদের মতে ২৯ মার্চ চাঁদ দেখা গেছে। এর ফলে, সৌদি আরবের মুসলমানরা ৩১ মার্চ ঈদ উদযাপন করবেন।

নবীনতর পূর্বতন