সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জনগনসহ দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট ফজলুল হক।
রবিবার সকালে এক শুভেচ্ছা বিবৃতিতে আইনজীবী এডভোকেট ফজলুল হক বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসুক। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব সব শ্রেণীর মানুষের মাঝে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক।
তিনি আরও বলেন, পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নিই।
তিনি বলেন- প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও আমার পক্ষ থেকে দোয়ারাবাজার উপজেলাসহ দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সঙ্গে আমি সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মুবারক।