সরকারি সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের শুরু থেকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন নিয়োগের ফলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন।
অধ্যাপক সি আর আবরার শরণার্থী ও শ্রম অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ। ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে জন্ম নেওয়া এই শিক্ষাবিদ মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন এবং পরে শরণার্থী ও অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট’ (রামরু) প্রতিষ্ঠা করেন ।
গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করার পর থেকে শিক্ষা উপদেষ্টার পদটি শূন্য ছিল। পরবর্তী সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় মাহফুজ আলমকে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়, বর্তমানে এই সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট ২১ জন উপদেষ্টা রয়েছেন।