ইএফটি জটিলতায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও বোনাস বন্ধ: শিক্ষক সমিতির নিন্দা

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন আপডেট
ফাইল : ছবি

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) প্রক্রিয়ার জটিলতার কারণে এমপিওভুক্ত শিক্ষকদের চার মাস ধরে বেতন পরিশোধ করা হয়নি। বেতন-ভাতা বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বিষয়টি অমানবিক উল্লেখ করে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লব বলেন, “ইএফটি বাস্তবায়নের অজুহাতে শিক্ষকদের চার মাস ধরে বেতন থেকে বঞ্চিত রাখা হয়েছে। অথচ সরকারি-বেসরকারি অন্যান্য দপ্তরে স্বাভাবিকভাবে বেতন প্রদান করা হচ্ছে।” তারা বলেন, ইএফটি কার্যক্রম চলমান রাখার পাশাপাশি শিক্ষকদের বেতন পরিশোধ করা উচিত ছিল।

শিক্ষক নেতারা আরও বলেন, ইএফটি প্রক্রিয়ার কারণে দেশের আর কোনো সরকারি খাতের কর্মচারী-কর্মকর্তারা এমন দুর্ভোগের শিকার হননি। শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের উপর এই চাপ প্রয়োগ করা হয়েছে, যা ক্রীতদাস প্রথাকেও হার মানিয়েছে বলে তারা মন্তব্য করেন।

তারা মনে করেন, কিছু কুচক্রী মহল সরকারকে বেকায়দায় ফেলতে ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়া বিলম্বিত করছে। এর ফলে শিক্ষকরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চলতি সপ্তাহের মধ্যে অর্থাৎ ২৭ মার্চের মধ্যে মার্চ মাসের বেতন, উৎসব বোনাসসহ সকল বকেয়া পরিশোধের জোর দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ না করা হয়, তাহলে তারা ক্লাস বর্জনসহ পরীক্ষাও বন্ধ রাখার কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।

নবীনতর পূর্বতন