![]() |
ছবি : সংগ্রহকৃত |
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের বাসিন্দা তাজু মিয়া তার মনের ইচ্ছা পূরণের আশায় হাঁসের একটি ডিম মসজিদে দান করেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে মসজিদের প্রাঙ্গণে এই ডিম নিলামে তোলা হয়। মাত্র ১০০ টাকা থেকে শুরু হওয়া নিলাম ধাপে ধাপে ২২ হাজার টাকায় পৌঁছে যায়! শেষ পর্যন্ত কাশিপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এই ডিমটি কিনে নেন।
ডিমের নিলাম শেষ হতেই আরেক মুসল্লির দান করা একটি লেবু উঠানো হয় নিলামে। এই লেবু ঘিরেও মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। একপর্যায়ে এর দাম ১,৫০০ টাকায় গিয়ে পৌঁছে। লেবুটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী আলতাফ মিয়া।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মসজিদের উন্নয়নের জন্য এই ধরনের আয়োজনকে অনেকে স্বাগত জানান। পুরো আয়োজন শেষে মসজিদের ইমাম মাওলানা মো. মাসুদ আহমদ সবার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।