জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল আজ রবিবার (২৩ মার্চ) দুপুরে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd-তে লগইন করে তাদের ফলাফল দেখতে পারবেন। এতে আরও বলা হয়েছে, আগামী ৮ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে তাদের পছন্দসই বিষয় নির্বাচন করতে পারবেন।

আরো পড়ুন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি ফলাফল প্রকাশিত

এবারের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুইটি শিফটে মোট ৫৯০টি আসন রয়েছে। প্রথম শিফটে মোট আসন ২৯৪টি, যার মধ্যে মানবিক বিভাগে ১৯২টি, বাণিজ্য বিভাগে ৩৩টি এবং বিজ্ঞান বিভাগে ৬৯টি আসন রয়েছে। দ্বিতীয় শিফটে আসন সংখ্যা ২৯৬টি, যার মধ্যে মানবিক বিভাগে ১৯৩টি, বাণিজ্য বিভাগে ৩২টি এবং বিজ্ঞান বিভাগে ৭১টি আসন বরাদ্দ রয়েছে।

ভর্তির ফলাফল দেখতে ক্লিক করুন

নবীনতর পূর্বতন