অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, সৌদি আরবে চাঁদ দেখার অপেক্ষা


অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ঘোষণা দিয়েছে, দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) রাতে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে, তবে সেটি খালি চোখে দেখা যাবে আগামীকাল রোববার। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ করে সোমবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ দেশটির মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং গাজা ও ফিলিস্তিনের জন্য দোয়া, দান ও সহায়তার আহ্বান জানিয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলো শনিবার (২৯ মার্চ) সন্ধ্যার পর ঈদের চাঁদ দেখার চেষ্টা করবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সৌদি আরবসহ অধিকাংশ দেশে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। তবে কিছু বিশেষ প্রযুক্তির সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। সৌদি আরবের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ৩০ মার্চ। তবে চাঁদ দেখা না গেলে ঈদ এক দিন পিছিয়ে যেতে পারে।

ভৌগোলিক অবস্থানের কারণে অস্ট্রেলিয়া সবসময় সবার আগে ঈদের ঘোষণা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সৌদি আরবের ঘোষণা অনুযায়ী অনেক দেশ ঈদ উদযাপনের সময়সূচি নির্ধারণ করবে। অনেক মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপনের আশা করছে, আবার কিছু দেশ চাঁদ দেখার ভিত্তিতে ঈদ নির্ধারণ করবে।

নবীনতর পূর্বতন