চৈত্রে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস: বজ্রপাত, শিলাবৃষ্টি ও ঝড় আসছে!

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, বজ্রপাত, শিলাবৃষ্টি, চৈত্র মাস, আবহাওয়ার পূর্বাভাস

চৈত্র মাসের শুরুতেই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক, আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। শনিবার (১৫ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, চলতি মাসের মধ্যে সারা দেশে তিনটি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। ১৫ ও ১৬ মার্চ সিলেট, ময়মনসিংহ (নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা), চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার মতে, এসব ঝড় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

এছাড়া, ২০ থেকে ২৩ মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের উপর দিয়ে আবারও বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। ২৮ থেকে ৩১ মার্চ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের ওপরেও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার (১৫ মার্চ) ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তরমুজ চাষিদের জন্য বৃষ্টিপাত সতর্কতা:

২০ শে মার্চ থেকে ২৩ শে মার্চের মধ্যে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাসমূহের উপর দিয়ে বজ্রপাত সহ শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। তরমুজ চাষিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে জমিতে অতিরিক্ত পানি নিষ্কাশন ব্যবস্থা করে রাখা এবং কৃত্রিম সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে তরমুজের ফসলের ক্ষতি কমিয়ে আনা যাবে।

নবীনতর পূর্বতন