তার ছোট ভাই শাকরিন সিদ্দিক জানান, দুপুরে তিনি স্বাভাবিকভাবেই ব্যাংকে গিয়ে লেনদেন করেন। এরপর ঢাকা ক্লাবে গিয়ে কথা বলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষার পর চিকিৎসকরা স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বাংলাদেশের শিক্ষা ও সাংবাদিকতা জগতের এক পরিচিত মুখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনার পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান এবং দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
শিক্ষাক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। শিক্ষক সমিতির নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন তিনি। নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য স্পেনের রাজা তাকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ সম্মানে ভূষিত করেন।
বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিবার ও শুভানুধ্যায়ীরা তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।