ঈদুল ফিতরে টানা ৯ দিনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৬ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে যারা একদিন (৩ এপ্রিল) অতিরিক্ত ছুটি নিতে পারবেন, তারা মোট ৯ দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘ এই ছুটি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ভ্রমণের জন্যও হতে পারে আদর্শ সময়।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে এবার বাংলাদেশে ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে অনুযায়ী, সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। 

২৮ মার্চ (শুক্রবার) – সাপ্তাহিক ছুটি

২৯ মার্চ (শনিবার) – নির্বাহী আদেশে ছুটি

৩০ মার্চ (রোববার) – নির্বাহী আদেশে ছুটি

৩১ মার্চ (সোমবার) – ঈদের মূল দিন (সাধারণ ছুটি)

১ এপ্রিল (মঙ্গলবার) – নির্বাহী আদেশে ছুটি

২ এপ্রিল (বুধবার) – নির্বাহী আদেশে ছুটি

যদি কোনো সরকারি চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি নিতে পারেন, তবে এর সঙ্গে ৫ ও ৬ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে ৯ দিনের টানা ছুটি হয়ে যাবে।

এই দীর্ঘ ছুটি পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ সুযোগ হতে পারে। একইসঙ্গে, যারা গ্রামের বাড়িতে যেতে চান বা দূরে কোথাও ঘুরতে যেতে চান, তাদের জন্য এটি হবে আদর্শ সময়। দীর্ঘ ভ্রমণ, বিশ্রাম এবং ব্যক্তিগত কাজের জন্য এমন সুযোগ সচরাচর আসে না, তাই চাকরিজীবীদের উচিত ছুটির পরিকল্পনা আগেভাগে করে নেওয়া।

ঈদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই ছুটির বিষয়ে সর্বশেষ সরকারি ঘোষণার জন্য নজর রাখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে।



নবীনতর পূর্বতন