ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি
১. ওয়েবসাইটে প্রবেশ করুন
• আপনার মোবাইল বা কম্পিউটারের যেকোনো ব্রাউজার ওপেন করুন।
• সার্চ করুন nidservices.com এবং প্রথম ওয়েবসাইটে ক্লিক করুন।
• "রেজিস্টার করুন" অপশনে ক্লিক করুন।
• আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) অথবা ফর্ম নম্বর লিখুন।
• জন্ম তারিখ (দিন-মাস-বছর) নির্বাচন করুন।
• ক্যাপচা পূরণ করে "সাবমিট" বাটনে ক্লিক করুন।
• আপনার বর্তমান ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা) সঠিকভাবে নির্বাচন করুন।
• এরপর আপনার পূর্বে দেওয়া মোবাইল নম্বরটি দেখাবে।
• যদি নম্বরটি সঠিক হয়, তাহলে "বার্তা পাঠান" অপশনে ক্লিক করুন।
• যদি নম্বরটি ভুল থাকে, তাহলে "মোবাইল নম্বর পরিবর্তন" অপশনে ক্লিক করে নতুন নম্বর দিন।
• আপনার নম্বরে একটি OTP কোড যাবে, সেটি নির্দিষ্ট ঘরে বসিয়ে "ভেরিফাই" করুন।
• OTP ভেরিফাই করার পর যে পেজ আসবে, সেখানে "Tap to open NID Wallet" অপশন থাকবে।
• সেখানে ক্লিক করুন, এটি আপনাকে Google Play Store-এ নিয়ে যাবে।
• "NID Wallet" অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।
৫. ফেস ভেরিফিকেশন করুন
• অ্যাপ ওপেন করে "Agree and Continue" ক্লিক করুন।
•"Start Face Scan" অপশনে ক্লিক করে আপনার ফেস স্ক্যান করুন।
• স্ক্যান সম্পন্ন হলে OK ক্লিক করুন।
• এরপর আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন অথবা এড়িয়ে যেতে পারেন।
• ওয়েবসাইটে আপনার নাম ও পরিচয়পত্রের তথ্য দেখতে পাবেন।
• নিচের দিকে থাকা "Download" বাটনে ক্লিক করে NID কার্ড ডাউনলোড করুন।
• ডাউনলোড করার পর চাইলে এটি প্রিন্ট করে লেমিনেটিং করতে পারেন।
জাতীয় পরিচয়পত্র (NID) সরকারি-বেসরকারি সব কাজে অপরিহার্য। আগের মতো নির্বাচন অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা না করে এখন অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই NID কার্ড সংগ্রহ করা সম্ভব। উপরের ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করলে সহজেই আপনার NID ডাউনলোড করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে চাইলে nidservices.com ওয়েবসাইট ভিজিট করুন অথবা নির্বাচন কমিশনের হেল্পলাইন-১০৫ এ যোগাযোগ করুন।