সিলেট দিয়েই শুরু হামজা চৌধুরীর বাংলাদেশ মিশন


বাংলাদেশ ফুটবলের নতুন আলোচিত নাম হামজা চৌধুরী। লেস্টার সিটির এই তারকা ফুটবলার লাল-সবুজের জার্সি গায়ে দেশের হয়ে খেলার লক্ষ্যে ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। প্রথমে একদিনের জন্য যাবেন নিজের পৈতৃক নিবাস হবিগঞ্জে, এরপর ১৮ মার্চ ঢাকায় ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বেশ কিছুদিন ধরেই হামজার আগমন নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। ৪ মার্চ এক বৈঠকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং জাতীয় দল কমিটির সদস্যদের উপস্থিতিতে তার আসার বিষয়টি নিশ্চিত করা হয়। হামজা তার স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়েই আসছেন, এবং তাদের জন্য বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করেছে বাফুফে। এছাড়া, সিলেটে তার নিরাপত্তা ও অভ্যর্থনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ জাতীয় দল ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে। ইতোমধ্যে বেশিরভাগ খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও হামজা ও ইতালিপ্রবাসী ফাহামেদুল ইসলাম পরে দলের সঙ্গে যুক্ত হবেন।

এদিকে, জাতীয় দল এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল সৌদি আরবের তায়েফে রওনা হবে। সেখানে একাধিক প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে সুদানের বিপক্ষে একটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে খেলোয়াড়রা দেশে ফিরবেন, এবং পরদিন ঢাকায় অনুশীলনে যোগ দেবেন হামজা।

নবীনতর পূর্বতন