৩ এপ্রিল পর্যন্ত ঈদের সরকারি ছুটি: ৯ দিন টানা ছুটি ঘোষণা

বাড়ল আরো একদিন, এবার ঈদে ৯ দিন সরকারি ছুটি

২০২৫ সালের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। পূর্বে ৫ দিনের ছুটি ঘোষণা করা হলেও, এবার একদিন অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়েছে, যার ফলে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারের নতুন ঘোষণায়, ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি কর্মচারীরা ছুটি উপভোগ করবেন। সাধারণত ঈদের ছুটি তিন দিন হলেও, এবার সাপ্তাহিক ছুটির দিন এবং অন্যান্য সরকারি ছুটি যুক্ত হওয়ায় ছুটি দীর্ঘ হচ্ছে। ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে, তবে ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি এবং শবে কদরের ছুটির কারণে কার্যত ছুটি শুরু হবে ২৮ মার্চ থেকেই।

এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭ মার্চ একদিন অফিস খোলা থাকবে। এরপর ২৮ মার্চ থেকে শুরু হয়ে ৫ এপ্রিল পর্যন্ত এই ৯ দিনের ছুটি চলবে।

সরকারি কর্মচারীদের জন্য নৈমিত্তিক ছুটি গ্রহণের বিধি নেই, তবে তারা অর্জিত ছুটি এবং ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। প্রতি বছর কর্মচারীদের তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ দেওয়া হয়, তবে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।

নবীনতর পূর্বতন