মার্চজুড়ে সরকারি ছুটির ছড়াছড়ি, স্বস্তিতে চাকরিজীবীরা

মার্চ মাসে একের পর এক ছুটি পড়ায় সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন বিশ্রামের সুযোগ। স্বাধীনতা দিবস, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে পুরো মাসজুড়ে বেশ কয়েকদিন সরকারি ছুটি থাকবে। এতে করে অফিস আদালতের কার্যক্রম কিছুটা শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মার্চ মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি রয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ শবেকদর ও জুমাতুল বিদা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ৩১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ধরে নিয়ে ২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি নির্ধারিত হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের জন্য মার্চের শেষভাগে একটানা লম্বা ছুটি অপেক্ষা করছে।

এছাড়া, মার্চ মাসে বিভিন্ন ধর্মীয় ছুটিও রয়েছে। ৫ মার্চ ভস্ম বুধবার (খ্রিস্টান ধর্মীয় পর্ব), ১৪ মার্চ দোলযাত্রা (হিন্দু সম্প্রদায়ের উৎসব) এবং ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে ঐচ্ছিক ছুটির সুযোগ থাকছে। যারা এসব ধর্মীয় উৎসবে অংশ নেবেন, তারা বাড়তি ছুটির সুবিধা নিতে পারবেন।

একটানা সরকারি ছুটি থাকার ফলে প্রশাসনিক কার্যক্রম কিছুটা শ্লথ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলে প্রবেশের সময় অনেক সরকারি অফিস প্রায় ফাঁকা থাকবে। তবে, যেসব অফিস ও সংস্থা জরুরি পরিষেবার অন্তর্ভুক্ত, তারা নিজস্ব নীতিমালার ভিত্তিতে ছুটি নির্ধারণ করবে।

শুধু সরকারি চাকরিজীবী নয়, শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটির হিড়িক পড়েছে। পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং অন্যান্য ছুটি মিলিয়ে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত প্রায় ৪০ দিন দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বিশেষ করে এসএসসি পরীক্ষার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ২ মাস ১০ দিন বন্ধ থাকবে।


নবীনতর পূর্বতন