জকিগঞ্জ প্রতিনিধি :
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত শাখা কেন্দ্র জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় ইফতার মাহফিল রবিবার (২২ রামাদান) মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দারুল কিরাত শাখা কেন্দ্রের সভাপতি আব্দুল মুকিত।
সহ-নাযিম মাওলানা সেলিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অত্র শাখার প্রধানক্বারী ও জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, লন্ডন প্রবাসী আব্দুল লতিফ লছনু সহ দারুল কিরাতের শিক্ষক বৃন্দ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি মাওলানা মুশাহীদ আহমদ কামালী বলেন, 'হযরত আল্লামা ফুলতলী ছাহেব (র.)-এর খিদমাত মহান আল্লাহর দরবারে মকবুলিয়ত লাভ করছে। ১৯৫০ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বহির্বিশ্বে ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশেই প্রায় পাঁচ হাজারের অধিক কেন্দ্রে খেদমত চলমান। যারা এখান থেকে শিক্ষা গ্রহন করেছেন, আপনারা এই শিক্ষা অন্যের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর একজন মুসলমান হিসাবে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানা আবশ্যক।'