সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের আব্দুল জলিল একাডেমির উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পুরষ্কার বিতরণী-মরহুম আর্শদ আলী স্মরণে দোয়াও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে একাডেমিক প্রাঙ্গনে ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম ও দ্বীনেরটুক দারুল কোরআন ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজি মোঃ কওছর উদ্দিনের সভাপতিত্বে প্যারাগন একাডেমির সহকারী শিক্ষক সালমান হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল, বিশেষ অতিথি, বনগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল হক, সৈয়দপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আশিক নুর, সোনালি চেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়জুল ইসলাম আখদ্দুছ, রহিমেরপাড় এস জি এস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উদ্দিন, নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আখতার হোসেন, নরসিংপুর ইউনিয়নের ইউপি সদস্য ইসলাম উদ্দিন প্রমূখ,
এছাড়া আরও অনেক গন্যমান্য ব্যক্তি মুসল্লী ও ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ একাডেমির শিক্ষিকাদেরকে বোরকা উপহার প্রদান করা হয়। সবশেষে সকল মেহমান ও অতিথিবৃন্দকে অভিনন্দন ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল জলিল আলোর দিশারী একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ছাতক উপজেলা ইসলামপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের কৃতি সন্তান কুয়েত প্রবাসী এমএ মাওলানা রিয়াজ উদ্দিন।