সিলেট বিভাগে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা


আগামী ১৪ ও ১৫ মার্চ সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাত ও বড় আকারের শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। তার পর্যবেক্ষণ অনুযায়ী, বজ্রঝড়ের তীব্রতা বেশি থাকায় এই সময় প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা, নিরাপদ স্থানে অবস্থান করা এবং আবহাওয়ার আপডেট নিয়মিত পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।

নবীনতর পূর্বতন