জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়িতে পড়তে আসা দারুল কিরাতের এক ছাত্র পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ফুলতলী মাদ্রাসার ছাত্রাবাসের পুকুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (১৮)।
জানা যায়, বৃহস্পতিবার (১২ রামাদান) দারুল কিরাতের বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সহপাঠীরা অনেক খোঁজাখুঁজির পর কাপড় ও সাবানদানি ছাত্রাবাসের পুকুরঘাটে পায়। ইফতারের পর সহপাঠীরা দায়িত্বশীল শিক্ষকদের সাথে যোগাযোগ করলে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় অনেক ছাত্রের সাথে সেও গোসলে ছিল। সন্দেহ হওয়ায় রাত নয়টার দিকে পুকুরে নেমে তল্লাশি করে লাশ পাওয়া যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।