বিশ্বনাথে ডাকাতির সরঞ্জামসহ ডাকাত আটক

বিশ্বনাথ প্রতিনিধি
::
সিলেটের বিশ্বনাথে ডাকাতির সরঞ্জামসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আবদুল মুমিন (২৮)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঠলি চক গ্রামের আবদুল আহাদের ছেলে। শুক্রবার রাতে উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা একটি কালো ব্যাগ, ধারালো কুড়াল, দুুটি মুখোশ, দরজা ভাঙার বাঁকানো লোহার রড, সেলাই রেন্সম, তালা ভাঙ্গার বড় কাটার ও ধারালো রামদা উদ্ধার করে পুলিশ। এর আগেই পালিয়ে যেতে সক্ষম হয় রাসেল নামের তার অপর এক সহযোগী।

পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথের একটি নির্দিষ্ট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আগে থেকেই অবস্থান করছিলো তাদের সহযোগি ডাকাত দল। তাদের সাথে যোগ দিতেই জগন্নাথপুর থেকে মিয়ারবাজার হয়ে বিশ্বনাথে প্রবেশ করছিলো মুমিন ও রাসেল।রাত সাড়ে ১২টায় যাত্রী বেশে মিয়ারবাজার অতিক্রম করতে চাইলে, পুলিশ ও স্থানীয় জনতার হাতে ধরা পড়ে মুমিন।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই মো. নুর মিয়া জানান, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ মুমিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে। কার্যক্রম শেষ হলেই তাকে সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
নবীনতর পূর্বতন