সিলেটে হযরত আলী (রা.)-এর ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য আহলে বাইতের আদর্শ লালন করতে হবে : সৈয়দ মিসবাহ্ উদ্দিন

নজরুল একাডেমির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ মিসবাহ্ উদ্দিন বলেছেন আমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য আহলে বয়েতের আদর্শ লালন করতে হবে এবং তাঁদের অনুসরন ও অনুকরনের মাধ্যমে আমাদেরকে হকের পথে অটুট থাকতে হবে।

তিনি গতকাল ২১ রমজান ২২ মার্চ শনিবার উপশহর আল মদীনা একাডেমি মিলনায়তনে সায়্যিদুনা হযরত আলী রাঃ এর ওফাত দিবস উপলক্ষে ইমাম হুসাইন (রা.) স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইমাম হুসাইন (রা.) স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও আমাদের ডাক এর সম্পাদক কবি আলিম উদ্দিন আলম এর সভাপতিত্বে ও ইমাম হুসাইন রাঃ স্মৃতি পরিষদে প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি মোঃ ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আল মদিনা একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ উসমান গণি।

ইফতার পুর্ব আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ মিসবাহ্ উদ্দিন ২৫-২৭ তিন বছরের জন্য কবি আলিম উদ্দিন আলমকে সভাপতি, মাওলানা মোহাম্মাদ উসমান গনিকে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা মোঃ ইসলাম উদ্দিন চৌধুরীকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করে ইমাম হুসাইন (রা.) স্মৃতি পরিষদের নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নবীনতর পূর্বতন