জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে সড়ক দূর্ঘটনায় আবুল কালাম (৪৫) নামের ১ রিক্সা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রামের নওয়াগ্রাম রাস্তার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার দিঘিরপার ইউনিয়নের পশ্চিম রাজপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৭ টার দিকে স্থানীয় সড়কের বাজার থেকে যাত্রী নিয়ে মিশুক চালক আবুল কালাম নওয়াগ্রাম যাচ্ছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়ক থেকে মিশুক চালক নওয়াগ্রাম ফাঁড়ি রাস্তায় প্রবেশ করার সময় পেছন থেকে জকিগঞ্জগামী একটি নোহা গাড়ি মিশুক গাড়িকে ধাক্কা দিলে অটোরিকশা উল্টে চালক গুরুতর আহত ও দুইজন যাত্রী কিছুটা আহত হন। এ সময় নোহা গাড়িটি জকিগঞ্জের দিকে দ্রুত চলে গেলে এলাকার লোকজন চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সড়কের বাজারে নিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় স্থানীয় ফার্মেসির চিকিৎসকরা তাকে সিলেট নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত চালকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। অভিযুক্ত নোহা গাড়ি ও চালকের কোন তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।