বিশ্বনাথ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন ধরে নিপীড়ন-অত্যাচারের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা প্রথমে বিনা ভোটের নির্বাচন, পরে ভোটারবিহীন নির্বাচন এবং সর্বশেষ দিনের ভোট রাতে সম্পন্ন করে জোরপূর্বক পরপর তিনবার ক্ষমতায় এসেছে।”
তিনি আরও বলেন, “ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমার স্বামী এম. ইলিয়াস আলীকে তার গাড়িচালক আনসার আলীসহ গুম করে ফেলে স্বৈরাচারী সরকার। কারণ তারা জানতো, ইলিয়াস আলী থাকলে ঢাকাসহ সিলেটে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান হতো। তাই পরিকল্পিতভাবে তাকে গুম করা হয়েছে। এভাবে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, যদিও অনেকে ফিরে এসেছেন, কিন্তু অধিকাংশই নিখোঁজ রয়ে গেছেন। তাদের ভাগ্যে কী ঘটেছে, সে সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য নেই।”
লামাকাজি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে আরও বক্তব্য রাখেন—
বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জামাল উদ্দিন, মোহাম্মদ কাওছার খান, প্রচার সম্পাদক ও লামাকাজি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক কয়েছ মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমির উদ্দিন, সদস্য জসিম উদ্দিন জুনেদ, খসরুজ্জামান খসরু, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, যুবদল নেতা শিহাব উদ্দিন, রুমেল আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, নুরুজ্জামান জামান, লামাকাজি ইউনিয়ন বিএনপির সহসভাপতি বশির আহমদ, হেলাল উদ্দিন, জুবায়ের আহমদ, আশিক আহমদ, মিঠু মিয়া, বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম আকবর, লামাকাজি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রাজন খান, দিলোয়ার হোসেন, শামীম আহমদ, সাধন চন্দ্র, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহ্বায়ক ও লামাকাজি ইউনিয়নের সমন্বয়ক টিমের সদস্য মামুন আহমদ, লামাকাজি ইউনিয়ন যুবদলের সভাপতি খলিলুর রহমান খলিল, যুবদল নেতা সুহেল আহমদ, জুবায়ের আহমদ, বাবুল মিয়া, ছাত্রদল নেতা ইমরান আহমদ, ইসলাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।