পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা ২৩ মার্চ তাদের মার্চ মাসের বেতন ও ভাতা পাবেন। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এই বিষয়ে একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৫ সালের সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড ও নন-গেজেটেড), সামরিক কর্মকর্তা (কমিশন্ড ও নন-কমিশন্ড) এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা ২৩ মার্চ তাদের বেতন ও ভাতা পাবেন।
বাংলাদেশ ট্রেজারি রুলসের অধীনে সাবসিডিয়ারি রুলস ১১৩ (২) এর ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল গফুর এই আদেশে সই করেছেন।