মহার্ঘ ভাতা দাবি সচিবালয় কর্মচারীদের, আসছে কি সুখবর?


মহার্ঘ ভাতা ও প্রশিক্ষণ সংক্রান্ত দাবিতে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে দ্রুত এসব দাবি পূরণের আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে সংযুক্ত পরিষদের প্রতিনিধি দল মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় তারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন:

১. মহার্ঘ ভাতা: সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে মুদ্রাস্ফীতি মোকাবিলায় মহার্ঘ ভাতা ঘোষণার প্রত্যাশায় আছেন। তবে এখনো সরকার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মন্ত্রিপরিষদ সচিব আশ্বাস দেন যে, ২০২৫ সালের মে-জুন মাসের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

২.সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৪ ফেব্রুয়ারির অভ্যন্তরীণ সমন্বয় সভায় সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণের সময় ৬০ ঘণ্টা থেকে ৫০ ঘণ্টায় কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

৩.পুনর্বহালের দাবি: সংযুক্ত পরিষদ দাবি করেছে, এই সিদ্ধান্ত শিগগিরই পুনর্বিবেচনা করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব আশ্বস্ত করেছেন যে,

সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণ বিষয়ে পুনর্বিবেচনা করা হবে।

মহার্ঘ ভাতা বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলছে।

সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত মহার্ঘ ভাতা বাস্তবায়ন ও প্রশিক্ষণ ব্যবস্থা পুনর্বহালের জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, প্রশিক্ষণের মানোন্নয়ন ও আর্থিক সহায়তা নিশ্চিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হবে।

সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নবীনতর পূর্বতন