হবিগঞ্জে ঈদের জামাত নিয়ে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে নিহত ১

ঈদুল ফিতরের জামাত আয়োজন নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ুম সদরঘাট গ্রামের মৃত মওদুদ মিয়ার ছেলে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায় প্রতি বছর নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ বাসিন্দা দক্ষিণপাড়া এলাকার ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এবারও একই নিয়ম অনুসরণ করা হবে কিনা, তা নিয়ে শুক্রবার তারাবির নামাজের পর মসজিদে বৈঠক হয়।

এই আলোচনার মধ্যেই আব্দুল কাইয়ুমের সঙ্গে স্থানীয় মোজাহিদ মিয়ার (৩২) বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোজাহিদ মিয়া ছুরি দিয়ে আব্দুল কাইয়ুমকে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় আব্দুল কাইয়ুমকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের শান্ত রাখতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, “ঈদের জামাত নিয়ে আলোচনা চলাকালে ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাতে পারবো।

 

নবীনতর পূর্বতন