খাজাঞ্চি ইউনিয়নত বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি কনভেনশন সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার প্রার্থনায় আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

মাহফিলে তাহসিনা রুশদীর লুনা বলেন, "প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চাই, সেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হোক। আমাদের দলীয় ঐক্যের মাধ্যমে সাধারণ মানুষকে সাথে নিয়ে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য কাজ করতে হবে। ভয়-ভীতি কিংবা দমন-পীড়ন নয়, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে, সহায়তা ও ঐক্যের মাধ্যমে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও এম. ইলিয়াস আলীর একান্ত সচিব ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক কয়েছ মিয়া এবং যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন।

এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি দিলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেইন আহমদ প্রবেল, যুগ্ম আহ্বায়ক কয়েছ আহমদ সবুজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, খাজাঞ্চী ইউনিয়ন যুবদলের সভাপতি সৈয়দুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম আকবর, কৃষকদল নেতা আশিকুর রহমান, আমির আলী, ছাত্রদল নেতা খালেদ আহমদ, লায়েক আহমদ ও রাসেল আহমদ রায়হান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা তালুকদার জহির আহমদ এবং শেষ দোয়া পরিচালনা করেন মাহফিলের সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক।

নবীনতর পূর্বতন